আজই আপনার স্লো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফাস্ট করুন!
আমি মশিউর, ৮+ বছরেরও অধিক সময় জুড়ে লোকাল ও ইন্টারন্যাশনাল অসংখ্য ক্লাইন্টদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট স্পিড আপ করছি।
আমার কাছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এর স্পিড অপ্টিমাইজ করা অনেকটা আসক্তির মতো! আপনার ওয়েবসাইট এর সবকিছু আমি চেক করে একটি একটি করে ইস্যু ফিক্স করবো।
আপনার ওয়েবসাইট যদি ৩ সেকেন্ড এর বেশী সময় নেয় লোড হতে, গুগল এর তথ্য অনুযায়ী ৫৪.৩% এর উপর ভিজিটর আপনার ওয়েবসাইট এ ভিজিট না করেই ব্যাক করে অন্য সিমিলার কোন ওয়েবসাইট এ চলে যাবে। ওয়েবসাইট ফাস্ট লোড হলে ইউজার/ভিজিটর বেটার এক্সপেরিয়েন্স পাবে পাশাপাশি আপনার সেলস এর পরিমাণও বেড়ে যাবে।
পেইজ স্পিড সকল ওয়েবসাইট এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি ওয়েবসাইট এর মাধ্যমে কোন সার্ভিস বা প্রোডাক্ট সেল করা বা বিজনেস করার উদ্দেশ্যে ওয়েবসাইট তৈরি করে থাকেন অবশ্যই আপনার ওয়েবসাইট এর প্রতিটি পেইজ অপ্টিমাইজ করা কিনা চেক করা উচিত। গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনের র্যাঙ্ক ইম্প্রুভ করার জন্য অবশ্যই আপনার ওয়েবসাইট এর পেইজ স্পিড সঠিকভাবে অপ্টিমাইজ করতে হবে।
প্রিমিয়াম স্পিড আপ প্যাকেজ
৫,০০০ টাকা
* ওয়েবসাইট থেকে সার্ভিস অর্ডার করার পূর্বে প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করে আলোচনা করে তারপর অর্ডার করতে পারেন।
আমার কাজ সম্পর্কে (মশিউর)
আপনার ওয়েবসাইট কেন লোড হতে বেশী সময় নিচ্ছে?
ওয়েবসাইট স্লো লোড হওয়ার অন্যতম প্রধান কারনে হচ্ছে স্লো সার্ভার ও অপ্রয়োজনীয় কোড। আপনার ওয়েবসাইট থেকে অপ্রয়োজনীয় কোড রিমুভ করতে হবে ও সার্ভার প্রপারলি কনফিগার করতে হবে যেন বেস্ট পারফর্মেন্স দেয়। শুধুমাত্র কিছু অপ্টিমাইজেশান প্লাগিন কনফিগার করলেই কিন্তু পেইজ স্পিড ইম্প্রুভ হবে না। অটোমেটিক ও ম্যানুয়াল দুইভাবেই আপনার ওয়েবসাইট সঠিকভাবে অপ্টিমাইজ করা উচিত।
স্পিড ইম্প্রুভের জন্য আমি কি ফলো করি?
হয়তো আপনার প্রোডাক্ট বা সার্ভিস এর কোয়ালিটি অনেক ভালো কিন্তু ওয়েবসাইট এর পেইজ স্পিড ভালো না হওয়ার কারনে আপনার কাস্টমার কনভার্ট হচ্ছে না। আমাদের ওয়েবসাইট এর প্রতিটি পেইজ আপনি ভিজিট করে দেখতে পারেন, প্রতিটি পেইজ আমরা ম্যানুয়ালি অপ্টিমাইজ করেছি ফাস্ট লোড হওয়ার জন্য।
বিভিন্ন ক্যাটাগরির অসংখ্য ওয়েবসাইট আমি অপ্টিমাইজড করেছি।
অনেক ধরনের সার্ভার নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
স্পিড অপ্টিমাইজ করার পূর্বে ও পরের রিপোর্ট
হ্যাপি ক্লাইন্টস 🙂
গুগল মিটে কিভাবে জয়েন করবেন?
আপনার প্রজেক্ট নিয়ে প্রথমে আমার সাথে আমাদের ওয়েবসাইট থেকে মেসেঞ্জারে মেসেজ করুন বিস্তারিত আলোচনা করার জন্য। মেসেঞ্জার থেকে আলোচনা করার পর যদি আরও বিস্তারিত আলোচনা করার প্রয়োজন হয় সেক্ষেত্রে গুগল মিট ভিডিও কলের মাধ্যমেও আলোচনা করবো।
ল্যাপটপ অথবা ডেক্সটপ দিয়ে জয়েন করার নিয়মাবলীঃ
১) আপনার অবশ্যই একটি জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে। প্রথমে আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টে লগিন করুন।
২) জিমেইল অ্যাকাউন্টে লগিন করার পর এখানে ক্লিক করুন।
উপরের লিংকে ভিজিট করলেই কিছু ইনফো আসবে পপআপ হয়ে ডিসমিস করে দিবেন এবং আপনার Camera & Microphone এর পারমিশান চাইবে Allow করবেন। Allow করার পর Ask to join বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর অপেক্ষা করুন আমরা একসেপ্ট করলেই আপনি যুক্ত হয়ে যাবেন।
মোবাইল দিয়ে জয়েন করার নিয়মাবলীঃ
১) আপনি যদি মোবাইল ব্যবহার করে জয়েন করতে চান জয়েন করতে পারবেন। প্রথমে গুগল প্লে ষ্টোর থেকে Google Meet – Secure Video Meetings এই অ্যাপটি ইন্সটল করুন। ইন্সটল করার পর অ্যাপ ওপেন করে Join with a code বাটনে ক্লিক করবেন।
মোবাইল ব্যবহার করে জয়েন করতে চান জয়েন করতে পারবেন। প্রথমে গুগল প্লে ষ্টোর থেকে Google Meet – Secure Video Meetings এই অ্যাপটি ইন্সটল করুন। ইন্সটল করার পর অ্যাপ ওপেন করে Join with a code বাটনে ক্লিক করবেন।
কোডঃ idx-kkuo-obb
২) কোড দিয়ে উপড়ে খেয়াল করবেন Join বাটন রয়েছে ক্লিক করুন। তারপর Ask to join বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর অপেক্ষা করুন আমরা একসেপ্ট করলেই আপনি যুক্ত হয়ে যাবেন।