কোর্স
একাউন্ট/প্রোফাইল ক্রিডেনশিয়ালস
- আপনার অ্যাকাউন্ট ক্রিডেনশিয়ালস (ইউজারনেম এবং পাসওয়ার্ড) একান্তই আপনার ব্যক্তিগত। এগুলো অন্য কোনো ব্যাক্তি/মাধ্যমের সাথে শেয়ার করা কোনভাবেই কাম্য নয়। অ্যাকাউন্ট ক্রিডেনশিয়ালস অন্য কোনো ব্যাক্তি/মাধ্যমের সাথে শেয়ার করা হলে আপনার অ্যাকাউন্ট যেকোনো সময় বিনা নোটিশে টার্মিনেট করা হতে পারে এবং সেক্ষেত্রে আপনি আর সেই অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন না।
- এই কোর্সগুলো সিংগেল ইউজার একাউন্টের জন্য, অর্থাৎ যিনি কিনেছেন শুধুমাত্র তার ব্যবহারের জন্য। একই বাসায়/এলাকায় অবস্থানরত “ভাই/বোন/আত্মীয়স্বজন কেন ব্যবহার করতে পারবে না” এধরণের প্রশ্ন করা থেকে অনুগ্রহ করে বিরত থাকবেন।
- কোনভাবেই একাউন্ট রিসেল গ্রহনযোগ্য নয়। একাউন্ট রিসেল/বিক্রী করা হয়েছে বা বিক্রী করতে চাচ্ছেন এধরনের কোনকিছু ডিটেক্ট হওয়া মাত্র আপনার একাউন্ট স্থায়ীভাবে ব্যানড হয়ে যাবে।
- আপনি এই কোর্সগুলো একটি মাত্র ডিভাইস থেকে একসেস করতে পারবেন। আপনি আরেকটি ডিভাইসে লগইন করলে পূর্বের ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবেন।
- কোর্সে এনরোলমেন্ট এর সময় অথবা ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের সময় আপনার দেয়া সঠিক তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন কারণে আপনি যদি সঠিক তথ্য প্রদান না করেন এবং আমরা সেটি বুঝতে পারি, তাহলে আপনার একাউন্টে যেকোন ধরণের সীমাবদ্ধতা দেবার অধিকার কোডারস ফাউন্ডেশন এর থাকবে। মনে রাখবেন আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেমন – কোর্স সার্টিফিকেট এ আপনার দেয়া তথ্য ব্যবহৃত হবে। কোনভাবেই এখানে কোন ধরণের কাস্টমাইজেশন বা পরিবর্তন গ্রহণযোগ্য নয়। যেমন উদাহরণস্বরূপ – আপনি এনরোলমেন্ট এর সময় যে নাম ব্যবহার করবেন সেই নামেই আপনার সার্টিফিকেট তৈরি হবে।
- আমরা আপনাকে যে কোন ধরনের ফেক তথ্য যেমন ছদ্মনাম, ফেক ইমেইল এড্রেস, ফেক মোবাইল নাম্বার ইত্যাদি প্রদান থেকে বিরত থাকার আহবান জানাচ্ছি। এরকম কিছু করা হলে কোর্স এনরোলমেন্ট রিকুয়েস্ট গ্রহণ না করা অথবা রিজেক্ট করার অধিকার কোডারস ফাউন্ডেশন এর থাকবে।
কপিরাইট এবং কন্টেন্ট ডিস্ট্রিবিউশন
- কোডারস ফাউন্ডেশন কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত যে কোনো কোর্স ম্যাটেরিয়াল (ভিডিও, অডিও, ছবি অথবা যেকোন ডকুমেন্ট) ফ্রি অথবা পেইড ডিস্ট্রিবিউশন করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং আইনত দন্ডনীয় অপরাধ। এরকম কিছু করা হলে এবং আমরা সেটি বুঝতে পারলে, বাংলাদেশের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার অধিকার আমরা রাখি। আমরা আশা করি, এ ব্যাপারে আপনি সতর্ক থাকবেন।
- কোডারস ফাউন্ডেশন প্লাটফর্মে যিনি কোর্স বা ভিডিও কিনছেন, তিনি শুধু ভিডিওটি দেখার অনুমতি পাবেন। কিন্তু সেটিতে কোনভাবেই তার ব্যক্তিগত মেধাস্বত্ব অধিকার থাকবেনা। তাই সেই কন্টেন্টটি কোনভাবেই ফ্রি অথবা পেইড ডিস্ট্রিবিউশন করার অধিকার ইউজার এর থাকবেনা। এরকম কিছু করা হলে, উক্ত ইউজার এর বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার অধিকার কোডারস ফাউন্ডেশন এর থাকবে। তাই একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে এই বিষয়ে সতর্ক থাকার আহবান জানাচ্ছি। আমরা কোনভাবেই চাইনা, এই ভুলের জন্য একজন লার্নার এর ক্যারিয়ার ক্ষতিগ্রস্থ হোক। তাই নিজের ক্যারিয়ারের কথা চিন্তা করে এবং সামগ্রিকভাবে কমিউনিটির পরিবেশ রক্ষার্থে আপনার সহযোগিতা আমাদের একান্ত কাম্য।
- কোডারস ফাউন্ডেশন – এর কোর্স সম্পর্কিত যেকোনো ভিডিও, টেক্সট বা কনটেন্ট কোডারস ফাউন্ডেশন কর্তৃপক্ষের থেকে লিখিত অনুমতি ছাড়া অন্য কারও সাথে অর্থের বিনিময়ে বা বিনামূল্যে আদান-প্রদান বা শেয়ার করা আইনত দন্ডনীয় অপরাধ। গুগল ড্রাইভ, ফেইসবুক, ইউটিউব, কিংবা কোনো পেনড্রাইভ, সিডি, ডিভিডি বা অন্য কোন মাধ্যমে শেয়ার করলে “কোডারস ফাউন্ডেশন” কর্তৃপক্ষ বা আইনানুগ প্রতিনিধি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর কপিরাইট আইন, কপিরাইট এক্ট ২০০০, কপিরাইট এক্ট ২০০৫ সংশোধন: সেকশন ৮৪, ডিজিটাল কপিরাইট আইন, Digital Security Act, 2018, Digital Security Act, 2018 (সেকশন ১৯) এবং সাইবার সিকিউরিটি বা উপযুক্ত আইন অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে।
সাপোর্ট
- সকল সাপোর্ট ফেসবুক প্রাইভেট গ্রুপের মাধ্যমে প্রদান করা হবে।
- কোর্স চলাকালীন সময় কোর্স রিলেটেড সমস্যার সমাধান আমরা চেষ্টা করবো ২৪ ঘন্টার মাঝে প্রদান করার জন্য। কোর্সের ভিডিওতে আলোচ্য বিষয়ের উপর কোথাও বুঝতে না পারলে সাপোর্ট গ্রুপে পোস্ট করবেন। কোর্সের ভিডিওতে আলোচনা করা হয়নি ঐরকম কোন বিষয়ের সাপোর্ট দিতে আমরা বাধ্য থাকবো না।
- কোর্সে অংশ নেওয়ার দিন থেকে ১ বছর পর্যন্ত আমরা আপনাকে সাপোর্ট প্রদান করবো।
- অনুগ্রহ করে প্রাইভেট সাপোর্ট গ্রুপে যেকোন ধরনের ব্যাক্তিগত আক্রমন এবং হিংসাত্মক কথাবার্তা থেকে বিরত থাকবেন। এরকম যেকোন কাজের ফলশ্রুতিতে আপনাকে সাপোর্ট গ্রুপ থেকে যেকোন সময় রিমুভ করা হতে পারে ।
সার্ভিস – ডোমেইন এবং ওয়েব হোস্টিং
- ডোমেইন এবং ওয়েব হোস্টিং অর্ডার করার পর ২৪ ঘণ্টার মাঝে আমরা আপনার ইমেইলে শুধুমাত্র ওয়েব হোস্টিং (cPanel) এর লগিন অ্যাক্সেস পাঠিয়ে দিবো। আপনার ডোমেইন এর অ্যাক্সেস আমাদের কাছে থাকবে। আপনি চাইলে অর্ডার করার ৪৮ ঘণ্টা পর বা ডোমেইন এর বাৎসরিক মেয়াদ শেষ হওয়ার পূর্বে যে কোন সময় ডোমেইন আপনার কাছে ট্রান্সফার করে নিয়ে যেতে পারবেন।
- ডোমেইন এবং ওয়েব হোস্টিং এর বাৎসরিক মেয়াদ রিনিও করার জন্য মেয়াদ শেষ হওয়ার ৭ দিন পূর্বে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাকে মেয়াদ শেষ হওয়ার পূর্বে কোন এসএমএস বা ইমেইল করবো না রিনিও করার জন্য। আপনি নিজ থেকে মনে করে আমাদের সাথে যোগাযোগ করবেন মেয়াদ শেষ হওয়ার পূর্বে। যদি যোগাযোগ না করেন মেয়াদ শেষ হওয়ার পর আপনার পুরো cPanel অ্যাকাউন্ট ডিলেট করে দেওয়া হবে। আপনার ডোমেইন বা ওয়েবসাইট এর কোন কিছুই আমাদের কাছে থাকবে না। আমাদের পক্ষে আপনার ওয়েবসাইট এর কোন ব্যাকআপ কপিও দেওয়া সম্ভব হবে না।
- আমাদের সার্ভারে প্রিমিয়াম থিম, প্লাগিন সবসময় অরিজিনাল ডেভেলপার এর কাছ থেকে কিনে ব্যবহার করবেন। বিভিন্ন ওয়েবসাইট থেকে ফ্রিতে ডাউনলোড করে যে প্রিমিয়াম থিম বা প্লাগিন অনেকে ব্যবহার করে সেই নাল বা ক্র্যাক করা থিম এবং প্লাগিনে বিভিন্নি ধরনের মেলিসিয়াস কোড বা ভাইরাস থাকে। আমাদের সার্ভারে কোন ধরনের নাল থিম, প্লাগিন ইন্সটল করবেন না। যদি ব্যবহার করেন আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে।
কোডারস ফাউন্ডেশন আমাদের এই ওয়েবসাইট থেকে যেকোন কোর্স বা সার্ভিস কেনার ক্ষেত্রে ধরে নেয়া হবে যে আপনি এই টার্মস এবং কন্ডিশনগুলো পড়েছেন এবং সেগুলোতে রাজী হয়েছেন। কর্তৃপক্ষ যেকোন সময় কোনরকম কারণ দর্শানো ব্যতিরেকে টার্মস এবং কন্ডিশনস আপডেট করার ক্ষমতা রাখেন।
কোডারস ফাউন্ডেশন এর সাথে আপনার শেখা ও পথচলা আনন্দময় হোক।