Payoneer

49 Comments

  1. বাংলাদেশের যেকোন ব্যাংকের একটি অ্যাকাউন্ট লাগবে বলেছেন। কি ধরনের অ্যাকাউন্ট লাগবে
    সেভিং, ডেভিড কোনটা

    1. যে কোন অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন 🙂

    2. Sir ডাচ বাংলার মোবাইল সিম এর যে রকেট একাউন্ট এটা দিয়ে কি খোলা যাবে?

      1. আপনি একটি ব্যাংক অ্যাকাউন্ট করে নেন তাহলে ভালো হবে। স্টুডেন্ট অ্যাকাউন্ট হলেও সমস্যা নেই। রকেট অ্যাকাউন্ট এর ব্যাপারে আমি সঠিকভাবে বলতে পারছি না। ধন্যবাদ 🙂

        1. আমি বিকাশ এ্যাপে রেমিট্যান্স থেকে একাউন্ট খুলেছি এটার সাথে আমি আমার ব্যাংক এ্যকাউন্টও এড করতে চাই কিভাবে করবো বলতে পারেন?

          1. পেওনিয়ার অ্যাকাউন্ট যদি খুলে থাকেন পেওনিয়ার এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে লগিন করুন। তারপর ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার অপশন পাবেন।

    3. পেওনিয়ার একাউন্ট ক্রিয়েট করার সময় লাষ্ট স্টেপে তারা যে ব্যাংক ও ব্যাংকের একাউন্ট নাম্বার দিয়ে সাবমিট করতে বলেন সেরকম যথাযথ ভাবে সাবমিট করলে আমার একাউন্ট থেকে তারা টাকা আত্মসাৎ করার কোন সুযোগ আছে কিনা জানালে খুব উপকৃত হবো ।

  2. আমি মামুন, সৌদি আরব থেকে। স্যার! আসসালামু আলাইকুম। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এই জন্য যে, আপনি আপনার ইউটিউব চ্যানেল এর যে ভিডিও প্লে লিষ্টগুলো আপলোড করেছেন, প্রত্যেকটা ভিডিও টিউটোরিয়াল গুলোতে প্রত্যেকটা টপিক সম্পর্কে এত সুন্দর করে উপস্থাপন করেছেন যার কোন জুড়ি নেই। মা-শা- আল্লাহ, অনেক সুন্দর করে বিস্তারিতভাবে সব কিছুই গুছিয়ে বলেছেন। ফ্রিল্যান্সিং জগতে বাংলা ভাষায় বহু ইউটিউব চ্যানেল আছে, যার মধ্যে হাতে গুনা খুবই অল্প চ্যানেল আছে যাদের লেকচারগুলো শুনতেই মন চায় আর বুঝতে ও অনেক সহজ হয়। তাদের মধ্যে আপনি একজন। আপনার এই ন্যায় প্রচেষ্টা যেন অব্যাহত রেখে আপনি সামনে আগাইয়া যান সে দোয়া করি। আমি সবার লেকচার মন দিয়ে শুনি না কিন্তু আপনার সব ভিডিও গুলো আমি খুব মন দিয়ে শুনেছি এবং শুনি, সহজেই বুঝি এবং চর্চা ও করি। আমি আপনার ভিডিও দেখে html, css, jequery, psd to html, bootstarp শিখেছি। আর ওয়ার্ডপ্রেস নিয়ে এখন প্রাক্টিসে আছি। আমার অনুরোধ হল যদি জাভা স্ক্রিপ্ট এবং পিএইচপি নিয়ে যদি বুটশটার্পের মত জাভা স্ক্রিপ্ট ও পিএইচপি এর টিউটোরিয়াল এবং লাইভ প্রজেক্টসহ কিছু ভিডিও আপলোড করেন। আল্লাহ আপনাকে সুস্থতা ও দীর্ঘায়ূ দান করুন। স্যার, যদি কিছু মনে না করেন আমার ইমেইল তো নিচে দিয়েছি, আপনার একটিভ ইমেইল থেকে আমাকে একটু নক করবেন। আপনার সেই ইমেইলে একটা মেইল করবো চিঠি হিসেবে। প্লিজ।।। অনেক কথাই আমি এখানে বলতে পারছি না। আর সব সময় তো বিজি থাকেন, ফোন করলে ও হয়তো সময় দিতে পারবেন না। ভাল থাকবেন, আল্লাহ হাফেজ।

    1. হ্যাঁ। একাধিক অ্যাকাউন্ট তৈরি করা ঠিক না পরবর্তীতে সমস্যা হবে যদি করেন।

  3. via WordPress er woocommerce niye ekti tutorial dorkar so please WooCommerce use kore ekti e-commerce site toirir tutorial banale khushi hobo ar please as soon as possible karon ami wait korte parsi na onek khujesi apar moto bujhiye kaw video kore ni.
    thanks.

  4. আপনার বঝানোর ক্ষমতা ভালো। অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েব সাইট এর উপর আপনার টিউটোরিয়াল আশা করছি।
    আপনার সুস্থতা কামনা করছি। ধন্যবাদ।

  5. আমি পিওনিয়ার এর মাস্টার কার্ড আপাতত নিয়ে চাই না, আমি পিসিটি সাইট থেকে আয় করি… এখন অন্য কোনো ব্যাংক থেকে ডলার যদি পিওনিয়ার এর উইথড্র করি তাহলে কি সমস্যা হবে? তারপর পিওনিয়ার এর ডাচ্ বাংলা ব্যাংকে ডলার উইথড্র করবো

  6. আপনার ওয়ার্ডপ্রেসের ভিডিও দেখে আমি ওয়ার্ডপ্রেস ডিজাইন করা শিখেছি।আপনি খুব ভালো করে বুঝাতে পেরেছেন।আপনার ওয়ার্ডপ্রেসের 35 টি ভিডিও ডাউনলোড করেছি।এখন আমি ওয়ার্ডপ্রেস ডেভেলপার হয়েছি।আপনি যদি php নিয়ে ভিডিও দিতেন তাহলে খুবই উপকার হতো।

  7. আমি পূর্বে ঢাকা থাকতাম ।বর্তমানে চট্টগ্রাম এ স্থায়ীভাবে আছি। ডাচ বাংলা , ব্র্যাক এবং যমুনা তে একাউন্ট আছে । ঢাকাতে থাকার কারণে সব ব্যাঙ্ক এড্রেস ঢাকার দেয়া , যেখানে আমি এখন থাকিনা । আমি কি payoneer এর টাকা ট্রান্সফার এর জন্য ওই একাউন্ট (ডাচ বাংলা , ব্র্যাক এবং যমুনা) ব্যবহার করতে পারবো? এড্রেস সম্পর্কিত কোনো ভেরিফিকেশন ইস্যু আছে কি ? নাকি চট্টগ্রাম এ একটি নতুন একাউন্ট করতে হবে ? পরামর্শ দিবেন প্লিজ ।

    1. আগের অ্যাকাউন্ট দিয়েই পেওনিয়ার থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন কোন সমস্যা হবে না।

  8. পেওনিয়ার থেকে সর্বনিম্ন কত ডলার লোকাল ব্যাংক এ পাঠানো যাবে ??

    1. পেওনারের নাম এর সাথে যে ব্যাংক গুলো এড করব সে একাউন্ট এর নাম সেম হতে হবে?

    1. ১০০% সিউর দিয়ে আমি বলতে পারবো না। আপনি পেওনিয়ার সাপোর্টে এই ব্যাপারে কথা বলতে পারেন।

  9. বিদেশ থেকে কি এই এই কার্ডের মাধ্যমে টাকা আনা যাবে? সেক্ষেত্রে সর্বোচ্চ কতটাকা এবং কি পরিমান চার্জ কাটবে?

  10. ফাইভার থেকে প্রথমবার কত ডলার হলে তুলা যায়। মানে আমার ফাইভার এ ১০০ডলার আছে আমি কি Payoneer আর ব্যাংক একাউন্ট খুলে ফাইভারের সাথে কানেক্ট করে ১০০ডলার তুলতে পারবো।

  11. #মশিউর_ভাই অনুরোধ রইল প্রশ্নের উত্তরের।

    আমার জরুরি ভিত্তিতে কার্ড প্রয়োজন। আমি কোন মার্কেটপ্লেস এ এখনো কাজ করিনী। তবু আমার কার্ড ভীষন প্রয়োজন। এখন পেওনিয়ারে কার্ড অর্ডার করার জন্য ১০০ ডলার প্রয়োজন। কিন্তু আমি যদি কোন ফ্রিল্যান্সার ভাইকে ধরুন আপনাকে বিকাশে এর মূল্য দিয়ে পেমেন্ট রিকোয়েস্ট পাঠাই আপনি অ্যাপ্রুভ করলেন অথবা আপনি ট্রান্সফার করলেন । তাহলে কি আমি কার্ড অর্ডার করতে পারব।

    1. পারবেন না। মার্কেটপ্লেস থেকে আপনার অ্যাকাউন্টে ডলার ট্রান্সফার করতে হবে প্রথমে তারপর কার্ড অর্ডার করতে পারবেন।

  12. আমি ফ্রীলান্সার হিসাবে একেবারেই নতুন। Freelancer / UpWork কাজ করার চেষ্টা করছি। কিন্তু Freelancer এ বিড করতে গেলে “upgrading your Membership” দেখায়। আমার একটি City Bank American Express Debit Card (active) আছে, কিন্তু ওটা দিয়ে ভেরিফাই হচ্ছেনা।
    UpWork এ বিড করতে গেলে Connects কিনতে বলছে। একজন নতুন মেম্বার হিসেবে আমি কিভাবে / কোন কার্ডের মাধ্যমে Connects কিনতে পারি জানালে উপকৃত হবো।

    ধন্যবাদ

  13. পেওনিয়ার মাস্টার কার্ড না নিয়ে কি পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে বাংলাদেশের ব্যাংক এর মাধ্যমে টাকা আদান-প্রদান করা যাবে?

  14. আসসালামু আলাইকুম,
    আমার একটা বিষয় জানার ছিলো,
    ১। আমি যদি পেওনিয়ার কার্ড না নিয়,তাহলে কি আমাকে মাসে / বৎসরে কোন টাকা দিতে হবে?
    ২। যদি মাস্টার কার্ড নিয় তাহলে কি মাসে/বৎসরে কোন ফি দিতে হবে?
    এই বিষয়টা জানালে অনেক উপকৃত হইতাম।
    ধন্যবাদ ভাই।

  15. Assalamu alaikum Vaiya,
    Payoneer amadr je free usa/uk bank account offer kore thake.. se account gulo active korte hole ki amak marketplace theke ki first dollar earn korte hobe?
    Thanks….

  16. স্যার, আমার তো কোণ NID কার্ড নেই। আমি কি আমার আব্বুর নামে খুলে ব্যবহার করতে পারবো। যদি fiverr এর আমার নাম থাকে এবং payoneer এ আমার আব্বুর নাম থাকলে কোন সমস্য হতে পারে।

  17. আমার payoneer একাউন্টে যদি ব্যাংক ভেরিফিকেশন যদি না করি । ব্যাংকের একাউন্ট এড করা হয় নাই ।তাহলে আমারে যদি কেউ payoneer একাউন্টে টাকা পাঠায় সেই টাকা কি আসবে ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.