কেন পোর্টফলিও ওয়েবসাইট তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ?
একটি সুন্দর প্রফেশনাল পোর্টফলিও ওয়েবসাইট মার্কেটিং টুল হিসেবে কাজ করে। একজন ফ্রিল্যান্সার হিসেবে নিজের যোগ্যতাকে ক্লাইন্টের কাছে প্রমাণ করার জন্য অসাধারন একটি মাধ্যম হচ্ছে পোর্টফলিও ওয়েবসাইট।
আপনার তৈরি করা সবচেয়ে ভালো প্রোজেক্ট গুলো আপনি ক্লাইন্টকে দেখাতে পারছেন পাশাপাশি আপনার স্কিল গুলো সম্পর্কে বিস্তারিত ভাবে আপনি উপস্থাপন করতে পারছেন।
বর্তমান সময়ে শুধু প্রয়োজন অনুযায়ী স্কিল অর্জন করলেই হবে না, পাশাপাশি নিজের যোগ্যতার প্রচার করতে হবে। আপনার নিজের প্রচার ও প্রসারের জন্য পোর্টফলিও ওয়েবসাইট অন্যতম একটি ডিজিটাল মাধ্যম হিসেবে কাজ করবে।
ধরুন, আপনি চাচ্ছেন যে কোন একটি স্পেসিফিক বিষয়ে দক্ষতা অর্জন করে মার্কেটপ্লেসে সার্ভিস দিয়ে আয় করতে। স্বাভাবিকভাবে আপনি যেহেতু নতুন সেলার আপনার প্রোফাইলে কোন ক্লাইন্টের ফিডব্যাক বা রিভিও থাকবে না।
এখন একজন ক্লাইন্ট আপনাকে কাজ দেওয়া বা হায়ার করার পূর্বে কিভাবে বুঝবে আপনি কাজগুলো সঠিকভাবে করতে পারবেন ?
আপনি যদি আপনার পোর্টফলিও ওয়েবসাইট ক্লাইন্টকে পাঠিয়ে দেন তাহলেই কিন্তু আপনার পূর্বে তৈরি করা প্রোজেক্ট ও স্কিল সম্পর্কে বিস্তারিত দেখে ভালো লাগলে হায়ার করার অনেক বেশী সম্ভাবনা থাকবে।
দুঃখজনক হলেও সত্যি আমাদের দেশের অনেকেই মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট তৈরি করে কাজ পাওয়ার চেষ্টা করে নিজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পোর্টফলিও ওয়েবসাইট তৈরি না করেই।
পোর্টফলিও ওয়েবসাইট কিভাবে সাজাবেন ?
প্রফেশনাল পোর্টফলিও ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন ?
আপনি ওয়ার্ডপ্রেস ব্যবহার করে সহজেই কিন্তু একটি সুন্দর প্রফেশনাল পোর্টফলিও ওয়েবসাইট তৈরি করতে পারেন।
পোর্টফলিও ওয়েবসাইটের ডিজাইন কেমন হয় যদি আইডিয়া প্রয়োজন হয় নিচে দেওয়া ২ টি প্রোজেক্ট দেখতে পারেন।
Project 01: View Site
Project 02: View Site
উপরে দেওয়া ২ টি প্রোজেক্ট আমাদের একটি অনলাইন কোর্সে ‘Build Portfolio Website: Design a Stunning Portfolio For You‘ একদম শুরু থেকে তৈরি করে দেখানো হয়েছে।
আপনার নিজের জন্য একটি সুন্দর প্রফেশনাল পোর্টফলিও ওয়েবসাইট তৈরি করা শুরু করতে পারেন আজকে থেকেই।
আপনার জন্য শুভকামনা রইলো 😊