Can't Make Money Online

90 Comments

    1. আসালামু আলাইকুম,
      নতুন কিছু শিখতে পারছি সাথে অজানা অনেক কথা জানতে পারলাম। ধন্যবাদ ।

      আমার অনেক আগে থেকেই ইচ্ছা ছিলো অনলাইনে কাজ করার, প্রস্তুতি নিতেছি,খুব শীগ্রই সেটা শুরু করবো ইনশাআল্লাহ।

    2. You wrote a nice article for us. Thanks for sharing your idea. I just started a digital marketing course. I want to learn the first 6-7 months my course duration is 6 months. After that I want to work very well in market places. If I know works i will get works. Ing sha allah

    3. Onek Kichu Sikhlam Viyya. Inshallah Sofolotar Curay Pouche Ekdin Apner Sate Dekha Korar Iccha Ache. Onek Onek Onek Dhonnobad Viyya.

    1. আপনার কথাগুলো অনেক মূলবান ভালো লাগলো।
      ধন্যবাদ।

  1. আসসালামুয়ালাইকুম ।।
    আমার নাম ইমরান হোসেন।।
    আপনি এখানে যা যা আলোচনা করলেন পড়ে motivation হলাম।আশা করি আমার জীবনে উপরে আলোচনা করা সমাধান গুলোর প্রতি আমল করে আমার ক্যারিয়ার গড়তে পারবো। ইংশাআল্লাহ।

      1. আমাদের ওয়েবসাইট এর সকল পেইজগুলো ভিজিট করুন বিস্তারিত জেনে যাবেন।

    1. আমি এক প্রকার হাল ছেড়ে দিয়েছিলাম কিন্তু মশিউর ভাইয়ের কারনে আবার পথচলা শুরু করছি…ধন্যবাদ ভাইয়া

  2. অনেক সুন্দর করে পুরো ব্যাপারটা বুঝানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।আমি আপনার প্রিমিয়াম কোর্স এর একজন স্টুডেন্ট।আমার জন্য দোয়া করবেন ভাই ।যাতে , সফল হতে পারি❤️

  3. Many Many tnx for your article. I am very happy to read this article. I hope that this article is very helpful for me. Thanks for your advice.

  4. ইনশাআল্লাহ সবগুলো চেষ্টা করব।

  5. I think this article is the best. For those who want to learn something to gain money for a very short time… After reading this post all guys understand everything… many many thanks again…

  6. Really
    sir, Apnar potiti kotha amar kase khub valo lage.
    As a teacher and guideline hisabe your are a perfect person.

  7. আপনার কথাগুলো অনেক ভালো লাগলো। অনলাইনে সফল হতে হলে অনেক পরিশ্রম করতে হয় আমি তা বুঝতে পারতেছি। প্রথমে ডিজিটাল মার্কেটিং শেষ করি এখন ওয়েব ডেভেলপমেন্ট শিখার জন্য চেষ্টা করতেছি। আশা করতেছি অতি শীঘ্রই শেষ করতে পারবো। সবাই দোয়া করবেন।

  8. এই পর্যন্ত দুবার সেক্টর চেন্জ করেছি।
    কাজ শিখতে শিখতে প্রায়ই হতাশ হয়ে যায়, কিন্তু মনের প্রবল ইচ্ছার কারনে হাল ছেড়ে দেইনি। কখনো কখনো ভাবি আমি পারবো না।
    লেখাগুলো পড়ে নতুন করে শক্তি পেলাম।
    আমি পারবোই ইনশাআল্লাহ।

  9. খুবই ভালো কথা গুলো। আমি ও কাজ পারি কিন্তু লেগে থাকতে পারি না। কারণ টা মাথায় আসে না। কি করবো বুঝতেও পারি না।

  10. Vai vastobota tule dhorte apne shokkhom hoisen..
    Ami tar shakkhi..
    R 1ta bisoy missing silo
    Seita holo English durbolota..
    Oneke er jonno jhore jai.

    1. অনেক সুন্দর করে গুছিয়ে লিখছেন দাদা। অনেক উপকৃত হলাম। আপনার ভিডিও এবং পোষ্টে নিয়মিত অনুপ্রাণিত হই।

  11. E-commerce অর্থাৎ অনলাইনে পোডাক্ট বিক্রির ক্ষেত্রে ও?

  12. ভাইয়া এমন একটা পোস্ট সত্যিই প্রয়োজন ছিল। ৩ এবং ৫ নম্বর সমস্যা হচ্ছে আমার।
    জাজাকাল্লাহ।

  13. ভাই কোন কাজ শিখলে মোবাইল দিয়ে করা যাবে??? আর কোন কাজ তুলনামূলক সহজ হবে??

  14. Apner lekha gulo khub e valo laglo and amar maje ow kisu problem ami face korechi ami onekdin jabot try korechi online a kisu korar but hoche nah now ami Wordpress niye e focus korechi ar atai korbo ami jodi apner support pai i think i will do anything in WordPress.

  15. আলহামদুলিল্লাহ!
    অনেক কিছু জানতে পারলাম, এরকম আর্টিকেল আরও চাই!

  16. Thanks for nice advise.এর মধ্যেকার সব কিছু আমার মাঝে বিদ্যমান, এখান থেকে অনেক কিছু শিখতে পারলাম, ভালো উপদেশ গুলো উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  17. আপনার লেখা গুলো পড়ে অনেক অনুপ্রেরনিত হলাম।কিন্তু আমার একটি প্রশ্নের যদি সমাধান দেন তাহলে খুব উপকৃত হতাম।আমার প্রশ্ন হলো আমি ডিজিটাল মার্কেটিংয়ের সোশ্যাল মিডিয়া কাজ শিখছি কিন্তু কোন কাজের পর কোন কাজ শিখতে হবে সেটাই বুজতে পারছিনা।

  18. লেখা গুলো পড়ে অনেকটা উৎস পেলাম। ধন্যবাদ

  19. ধন্যবাদ ভাইয়া,,,, আপনার দেওয়া সকল শর্ত মেনে আসতেছি কিন্তু এই এক দু বছর পরিবারকে হালকা করে অর্থনৈতিক সাপোর্ট দেওয়ার কোন উপায় আছে,,,, থাকলে জানাবেন,,,

  20. ধন্যবাদ,,,
    আমাদের এরকম ভাবে উৎসাহিত করার জন্য,
    আপনার মতামত গুলো খুবই যুগোপযোগী,,,
    ভবিষ্যতে আমাদেরকে আরো উৎসাহিত করবেন,
    আশারাখি,,,

  21. অনেক কিছু শিখতে পারলাম। ধন্যবাদ

  22. ওযেব ডিজাইন ও ডেভেলপমেন্ট শিখার ধাপ গুলি কি কি একটু বোঝিয়ে বলবেন

  23. সুন্দর পোস্ট ভাইয়া। উপকৃত হলাম আপনার কথা গুলো শুনে।

  24. আসসালামু আলাইকুম.!
    ভাই, আপনার কথাগুলো সময় উপযোগী। ধন্যবাদ……

  25. assalamo-alaikom sir .
    asa kori vallo asen ami goto 4 mas dore dev design and development ar opor study kortasi but kono folafol na peye bab silam j digital marketing soro korbo kinto apnar ai vlog ta porar por onk kiso bojte parlam and onake motivated holam .
    thank you so much sir.

  26. Thank you sir eto sundor kore banglay kew a vabe guid ta bujhiye deini .thank you so much. Eto sundor vabe guid line bujhiye debar jonno .

  27. আসসালামু আলাইকুম ভাই।
    আপনার পোস্টটি পরে অনেক উপকৃত হলাম।
    ধন্যবাদ

  28. WOW, Thank You so much. I have benefited a lot.
    Sir, InshaAllah will give you something better in the future.

  29. Article is a very important to build career in a life. It will help anyone life success. Thank you Coders Foundation Institute authority.

  30. নিঃসন্দেহে মশিউর ভাইয়া একজন অভিজ্ঞ মেন্টর

  31. এতো সুন্দরভাবে বুঝানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

  32. ভাই আমি ওয়েব ডিজাইন টেমপ্লেট ডিজাইন ট্রাই করতেছি। গাইডলাইন ও আছে আমার বড় ভাই। আপনারা কি লেন্ডিং পেইজ ওয়েব ডিজাইন আলাদাভাবে কোর্স করান…?

    1. আলাদাভাবে কোন কোর্স নেই, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট শেখানো হয় প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট কোর্সে। কোর্স সম্পর্কে বিস্তারিত এখানে পাবেন – https://codersfoundation.com/training/

  33. ধন্যবাদ মশিউর ভাই আপনাকে । আপনি যে কথাগুলা বললেন সবগুলো কথা আমার সাথে মিলে যায় । আমার ইচ্ছা অনলাইনে ক্যারিয়ার গড়ার কিন্তু বার বার ফিল্ড পরিবর্তন করার কারণে এখন পর্যন্ত সফল হতে পারিনি । ইনশাআল্লা আজ থেকে আর কোন ফিল্ড পরিবর্তন করবো না । শুধু ওয়েব ডিজা্ইন ও ডেভলোপমেন্ট পুরোপুরি শেষ করে পরে অন্যকিছু শিখবো ।

  34. Vaiya apnar youtube channel er wordpress er j 35 ta video ace oita sob gulo dekhe 200 hours practice korle ki Wordpress web design er ki 70-80% sekha jabe?

    1. এইভাবে % করে কোন কিছু বলা যাবে না ভাইয়া। আপনি ওয়ার্ডপ্রেস ব্যবহার করে ওয়েবসাইট কিভাবে তৈরি করা যায় সেটা শিখতে পারবেন।

  35. বড় ভাই আমি HTML 5 ; CSS3; JAVASCRIPT; JQUERY; BOOTSTRAP; PHD TO HTML; JQUERY PLUG IN; ANIMATE CSS শিখেছি কিন্তু অনলাইনে কিভাবে ইনকাম করবো বুঝতে পারছি না, বাড়ি থেকে টাকা চাচ্ছি একটি কোর্স করার জন্য বাড়ি থেকে টাকা দিচ্ছে না, পরিবার থেকে অনেক চাপ আসছে কবে টাকা ইনকাম করবি, পরিবার থেকে বাবা মা আমাকে বিদেশ পাঠাবে বলে সিন্ধান্ত নিয়েছে এক্ষেত্রে আমি কি করতে পারি, আমি আপনার youtube channel ছাড়াও দেশি বিদেশি channel থেকে অনেক কিছু শিখেছি plz help me…..

    1. ওয়ার্ডপ্রেস শিখে তারপর মার্কেটপ্লেসে কাজ করার জন্য চেষ্টা করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *