Freelancing

Similar Posts

40 Comments

    1. ক্লাস এর পাশে পাশে আমি ইউটিউব থেকে কিছু ওয়েব ডিজাইন এর কাজ শিখেচি এখন ভালভাবে কাজ শিখতে চাচ্ছি । আমি কি করর

      1. আমদের ওয়েবসাইট এর সকল পোস্টগুলো পড়েন এবং ফ্রি কোর্স গুলো প্র্যাকটিস করেন। তারপর ফাইভার সাকসেস কোর্সে জয়েন করতে পারেন মার্কেটপ্লেসে কাজ করার জন্য।

  1. মশিউর ভাই জানতে চাচ্ছিলাম আপনার ইউটিউব ভিডিও থেকে html,css, js,wordpress শিক্ষা নিলেই মাকেটপ্লেসে কাজ করতে পারবো??? আশাকরি উত্তর দিয়ে উপকৃত করবেন!! ধন্যবাদ

  2. ভাই আমি html,css , Javascript, jquery ,bootstarp, php (basic) ,WordPress পারি ,এখন কাজ শুরু করতে চাচ্ছি ,কোন marketplace শুরুতে ভাল হবে এখন আর কী কী শিক্ষা দরকার একটু বল্লে ভাল হত ??

    1. ফাইভার মার্কেটপ্লেসে শুরু করতে পারেন। আমাদের একটি ব্লগ পোস্ট রয়েছে ফাইভার নিয়ে পড়ে নিতে পারেন আশা করি আপনার ভালো লাগবে।

  3. আপনার ফ্রি অথবা, পেইড কোন কোর্স আছে। Web Development And Web Application Design Development এর জন্য।

    1. না ভাইয়া এই মুহূর্তে নেই। ভবিষ্যতে পাবলিশ করলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করার মাধ্যমে আপনি জানতে পারবেন। ধন্যবাদ 🙂

  4. আমি ওয়েবডিজাইন শিখতে চাই । কিমপক্ষে কত দিন সময় লাগবে ? আর কত দিনের মধ্যে আয় করা শুরু করতে পারব ?

    1. আমাদের সবগুলো পোস্ট পড়ুন আশা করছি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ধন্যবাদ 🙂

  5. Vaiya ei khane tw web design er kono premium course nai.tahole ki free course thke html css wordpress etc shikhe then fiverr course ti buy korbw?
    R free course e jegulo ase ogulo ki shekhar jnno enough?

    1. ওয়েব ডিজাইন আপনি ফ্রি শিখতে পারবেন। এইচটিএমএল দিয়ে শেখা শুরু করুন এবং ওয়ার্ডপ্রেস শেখার পর ফাইভার সাকসেস প্রিমিয়াম কোর্সে জয়েন করতে পারেন। ওয়েব ডিজাইন শেখার জন্য ফ্রি কোর্স গুলোই যথেষ্ট। ধন্যবাদ ভাইয়া 🙂

  6. যদি কোন ই-কমার্স থিম ওয়ার্ডপ্রেস দিয়ে কাষ্টমাইজ করার ভিডিও থাকতো তবে আরো বেশি উপকার পাওয়া যেতো। যদি এই বিষয়ে মশিয়ার ভাই কিছু বলতেন

    1. চেষ্টা করবো ভাইয়া তৈরি করার জন্য। ধন্যবাদ 🙂

  7. Ami sob koita HTML er videos finish korlam….valo laglo…siklam anek kichhu
    thanks moshiour bhai……

  8. ভাইয়া, আমি আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে বুটস্ট্রাপ শেখা শুরু করেছি। বেসিকটা শেখার পর আপনার অনলাইন প্রিমিয়াম কোর্সটি করার ইচ্ছে। আশা করি ওয়েব ডিজাইন ও ডেভলপমেন্ট শেখার এই যাত্রায় সব সময় আপনাকে সাথে পাবো। ধন্যবাদ।

    ভাইয়া আর একটা কথা, লিখা কাপি না করতে পারার জন্য কোন কোডিং ব্যবহার করেছেন :p?

  9. ভাইয়া, html css শিখেছি। এখন কোনটা শুরু করবো…..?

  10. আমি ফ্রীলেনসিং এর সব কিছুই শিখতে চাই ভাই

  11. Ame Md Khalilur Rahman, Ame premium course ti kinta sai, Ame kinla valovaba course ta complete corla marketplace kaj korta parbo ?

    Please Moshiur vir kasa jantasai!

    1. আমাদের ফ্রি কোর্সগুলো দেখেন তাহলে আমাদের কোর্সের কোয়ালিটি সম্পর্কে জেনে যাবেন। প্রিমিয়াম কোর্সের অনেক স্টুডেন্ট মার্কেটপ্লেসে এখন কাজ করছে। ভালোভাবে যদি আপনি কাজ শিখেন তাহলে সম্ভাবনা থাকবে কাজ করতে পারার।

      ধন্যবাদ 🙂

  12. sir , apnar j Glozzom Mizuxe er tutorail ase agular video age dekbo then practise korbo???naki age nije nije try korbo ?????

  13. Moshiur Vai ami web design and development shikte chai
    Apnar youtube channel er free course gulo diyei ki shekha somvob naki pliz bolben vaiya

  14. আস্সালামু আলাইকুম, মশিউর ভাই প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এভাবে বিস্তারিত এবং স্পষ্ট সিরিজ টিউটোরিয়াল দেওয়ার জন্য। আমি ওয়েব ডিজাইনার ও ডেভলপার হওয়ার উদ্দেশ্যে আপনার টিউটোরিয়াল সিরিজ হতে HTML, CSS, jQuery সম্পূর্ণ করেছি। এখন Bootstrap শিখতেছি। এরপর PSD TO HTML and WordPress শিখার পর fiverr এ WordPress ও PSD TO HTML নিয়ে কাজ করতে পারবো কি? নাকি পেইড কোর্স করতে হবে?
    ধন্যবাদ।

    1. আমাদের অসংখ্য স্টুডেন্ট ফ্রি কোর্সের ভিডিও দেখে মার্কেটপ্লেসে সফলতার সাথে কাজ করে যাচ্ছে। প্রিমিয়াম কোর্সে আমরা কাজের পরিমান একটু বেশি শিখিয়ে থাকি এবং বিভিন্ন প্রিমিয়াম রিসোর্স যেমনঃ থিম, প্লাগিন ইত্যাদি ফ্রিতে দিয়ে থাকি যেন স্টুডেন্টদের হেল্প হয়। পাশাপাশি সাপোর্ট দিয়ে থাকি। মার্কেট প্লেসে কাজ করার জন্য চেষ্টা করার সময় যদি মনে হয় আরও কিছু শেখা প্রয়োজন সেক্ষেত্রে প্রিমিয়াম কোর্সে জয়েন করার চিন্তা করতে পারেন। টাকা পয়সা খরচ করলে সুবিধা একটু বেশি পাবেন এটাই স্বাভাবিক ভাইয়া।

  15. ভাই ,আসসালামু আলাইকুম।
    ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাই। কোথা থেকে শুরু করবো প্লিজ জানালে খুশি হবো।

  16. পোষ্টগুলো পড়ে ভালো লাগলো। আমি ওয়েব ডিজাইনের কাজ শিখার চেষ্টা করছি। আল্লাহ আপনার ভালো করুক -এই কামনায়

Leave a Reply to রফিকুল ইসলাম Cancel reply

Your email address will not be published. Required fields are marked *